হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ডাম্প ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর সবুজবাগে ডাম্প ট্রাকের চাপায় সাজ্জাদ হোসেন (৯) নামের এক শিশু মারা গেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে মধ্য বাসাবোতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে। 

আটককৃত ট্রাকচালকের নাম মোশারেফ (৪৮)। 

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, দুপুর ১২টার দিকে মধ্য বাসাবোর রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল সাজ্জাদ। এ সময় একটি মাটি টানার ডাম্প ট্রাকের ধাক্কায় নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়ে দেওয়া হয়। 

এসআই আরও জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক ও চালককে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডাম্প ট্রাকটি জব্দ করা হয়। 

মৃত সাজ্জাদের বাবা মো. রিয়াজ উদ্দিন জানান, তাঁদের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুনই গ্রামে। বর্তমানে সবুজবাগ উত্তর বাসাবো এলাকায় ভাড়া থাকেন। সাজ্জাদ স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত। 

রিয়াজ উদ্দিন আরও জানায়, তিনি নিজে পিকআপ গাড়ি চালান। চার ভাইয়ের মধ্যে সাজ্জাদ ছিল ছোট। সকালে বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়েছিল সাজ্জাদ।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার