হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগরে মসজিদের নির্মাণকাজ শুরুর দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটি আবাসিক হলের একটি মসজিদ নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে হলসংলগ্ন নির্মাণাধীন মসজিদের সামনে এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল এবং আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থীরা। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিক্ষুব্ধ ছাত্ররা ১০ ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরুর আলটিমেটাম দেন। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। 

মানববন্ধনে রসায়ন বিভাগ ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র রাফিউল ইসলাম রনি বলেন, ‘মসজিদ নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন টালবাহানা শুরু করেছে। বিভিন্ন অজুহাতে বারবার মসজিদের নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। তাই আগামী ১০ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু না করলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দিব।’ 

কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র আবু মূসা ভূঁইয়া বলেন, ‘মসজিদের কাজ নিয়ে যত টালবাহানা হচ্ছে, তা অন্য কোথাও দেখিনি। নির্মাণকাজ শুরু করার এক বছর পার হলেও এখনো শেষ হয়নি।’

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ