হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগরে মসজিদের নির্মাণকাজ শুরুর দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটি আবাসিক হলের একটি মসজিদ নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে হলসংলগ্ন নির্মাণাধীন মসজিদের সামনে এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল এবং আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থীরা। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিক্ষুব্ধ ছাত্ররা ১০ ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরুর আলটিমেটাম দেন। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। 

মানববন্ধনে রসায়ন বিভাগ ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র রাফিউল ইসলাম রনি বলেন, ‘মসজিদ নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন টালবাহানা শুরু করেছে। বিভিন্ন অজুহাতে বারবার মসজিদের নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। তাই আগামী ১০ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু না করলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দিব।’ 

কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র আবু মূসা ভূঁইয়া বলেন, ‘মসজিদের কাজ নিয়ে যত টালবাহানা হচ্ছে, তা অন্য কোথাও দেখিনি। নির্মাণকাজ শুরু করার এক বছর পার হলেও এখনো শেষ হয়নি।’

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ