হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগরে মসজিদের নির্মাণকাজ শুরুর দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটি আবাসিক হলের একটি মসজিদ নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে হলসংলগ্ন নির্মাণাধীন মসজিদের সামনে এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল এবং আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থীরা। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিক্ষুব্ধ ছাত্ররা ১০ ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরুর আলটিমেটাম দেন। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। 

মানববন্ধনে রসায়ন বিভাগ ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র রাফিউল ইসলাম রনি বলেন, ‘মসজিদ নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন টালবাহানা শুরু করেছে। বিভিন্ন অজুহাতে বারবার মসজিদের নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। তাই আগামী ১০ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু না করলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দিব।’ 

কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র আবু মূসা ভূঁইয়া বলেন, ‘মসজিদের কাজ নিয়ে যত টালবাহানা হচ্ছে, তা অন্য কোথাও দেখিনি। নির্মাণকাজ শুরু করার এক বছর পার হলেও এখনো শেষ হয়নি।’

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন