হোম > সারা দেশ > গোপালগঞ্জ

সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার, এজাহারে নাম না থাকায় পরিবারের ক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে তিনি চীন থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সকালে তাঁকে গোপালগঞ্জ সদর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘গোপালগঞ্জের ঘোনাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় কামরুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

পুলিশ জানায়, দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। বিকেলে তাঁকে গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবির হোসেনের আদালতে হাজির করা হবে।

এদিকে কামরুজ্জামানের ভাই রুবেল ভূঁইয়া অভিযোগ করেন, তাঁর ভাই সাউথ বাংলা কম্পিউটার্সের মালিক এবং ব্যবসায়িক কাজে গত ৩০ এপ্রিল চীন যান। প্রায় দুই মাস পর বৃহস্পতিবার রাতে দেশে ফেরার সময় তাঁকে বিমানবন্দর থেকে আটক করা হয়।

রুবেল ভূঁইয়া বলেন, ‘আমার ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। মামলার এজাহারেও তাঁর নাম নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা আছে, এজাহারে নাম না থাকলে কাউকে গ্রেপ্তার করা যাবে না। সেই নির্দেশনা থাকা সত্ত্বেও তাঁকে কেন গ্রেপ্তার করা হলো, তা আমরা বুঝতে পারছি না। তিনি তো এত দিন দেশেই ছিলেন, নিয়মিত অফিসও করেছেন। তাহলে ঘটনার ১০ মাস পর এখন গ্রেপ্তার করার কারণ কী?’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ