হোম > সারা দেশ > মাদারীপুর

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালে আটকে মারা পড়ল শুশুক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। এ সময় জেলেদের জালে আটকে পড়া একটি মৃত শুশুক উদ্ধার করা হয়। গতকাল রোববার ভোর থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌ পুলিশ। 

শিবচর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি উদ্ধার করা হয় ৮ কেজি ইলিশ মাছ। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, ‘রোববার আমরা ৬০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করেছি। জেলেদের নিষিদ্ধ জালে আটকা পড়ে একটি শুশুক মারা গেছে। আমাদের টিম জব্দকৃত জালে মৃত শুশুকটি আটকা পড়া অবস্থায় পায়।’

উল্লেখ্য, ইলিশ প্রজননের সময় হওয়ায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ শিকার, আহরণ, মজুত, পরিবহন ও বেচাকেনায় নিষিদ্ধ রয়েছে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব