হোম > সারা দেশ > ঢাকা

নিরাপত্তার স্বার্থেই ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক: হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তাঁদের নিরাপত্তার স্বার্থেই হেফাজতে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য দুই সমন্বয়ক সারজিস আলম ও আব্দুল হান্নান মাসুদকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ করার কয়েক ঘণ্টা পর গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান হারুন।

নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সারজিস আলম। এর আগে আসিফ মাহমুদ একটি বার্তা পাঠিয়ে জানান, গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় তাঁকে এবং পরে নাহিদ ও বাকেরকে গৃহবন্দী করেছে ডিবি পুলিশ। 

রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের ও নাহিদ ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে স্বীকার করে গোয়েন্দা সংস্থাটির একটি সূত্র। তবে তাঁদের কত সময় সেখানে রাখা হবে বা কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে কোনো কর্মকর্তাই মুখ খোলেননি। 

তবে রাত ১১টার দিকে ডিবির প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, তাঁদের নিরাপত্তার স্বার্থেই ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ