হোম > সারা দেশ > ঢাকা

ধোঁয়ার কুণ্ডলীর সঙ্গে দাউ দাউ করে জ্বলছে সচিবালয়

আজকের পত্রিকা ডেস্ক­

গত বুধবার দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

প্রায় তিন ঘণ্টা অতিক্রম হতে চললেও এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুন। সর্বশেষ আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের ৭ নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের পাশাপাশি কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে পুরো সচিবালয় এলাকা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন পুলিশ, র‍্যাব, এপিবিএন, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। কেউ সরাসরি আগুন নেভানোর কাজে, কেউ আবার শৃঙ্খলা ও নিরাপত্তার কাজ করছেন।

সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে ৩টার পর আগুন স্তিমিত হয়ে আসে। কিন্তু পুরো ৭ নম্বর ভবনে ধোঁয়া দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেন দিয়ে প্রতিটি ফ্লোরে পানি ছিটানোর চেষ্টা করছেন।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় , সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস রয়েছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ