বাংলাদেশের প্রকৌশলীদের জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদ্যাপন করেছে।
সোমবার আইইবির সদর দপ্তরে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিবস পালন করা হয়।
শোক দিবস উপলক্ষে সকালে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী নূরুল হুদার নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আইইবি চত্বরে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে কেন্দ্রীয় কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, মো. নূরুজ্জামান, খন্দকার মনজুর মোর্শেদ, এস. এম. মনজুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শীবলু প্রমুখ উপস্থিত ছিলেন।