হোম > সারা দেশ > ঢাকা

পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

প্রতিনিধি, সাভার

সাভারে গৃহবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিপন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। ২৪ মার্চ রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হারানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। গ্রেফতারকৃত রিপন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হারানগর এলাকার জমির আলীর ছেলে। সে রং মিস্ত্রীর কাজ করতেন।

মামলার এজাহার থেকে জানা যায়, সাভারের কাতলাপুর ভাড়া থাকতেন ভুক্তভোগী ঐ গৃহবধু। ওই বাড়িতে প্রায় এক মাস যাবত রংয়ের কাজ করছিলো রিপন। ভুক্তভোগীর স্বামী গত ২৪ মার্চ দুপুরে খাওয়ার পর কাজে গেলে রিপন কলিং বেল চাপে। পরে ওই গৃহবধূ দরজা খুলে দিলে পানি চায় রিপন। তাকে পানি দিয়ে বেসিনে গেলে পিছন দিয়ে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে রিপন।

এসময় ধস্তাধস্তিতে ভুক্তভোগীর থুতনিতে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়। পরে তার চিৎকারে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা এগিয়ে আসে। এসময় রিপন পালানোর চেষ্টা করলে নিচের ফটকে আটকিয়ে ফেলে অন্যরা। পড়ে ৯৯৯ এ কল করে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, রিপনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ