হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেল ঢাকার লাইফলাইন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের লাইফলাইন: সাদ্দাম

ঢাবি প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাংলাদেশের লাইফলাইন’ বলে অভিহিত করেছেন ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেছেন, ‘মেট্রোরেল যেমন ঢাকা শহরের লাইফলাইন, ঠিক তেমনি বঙ্গবন্ধু কন্যা হচ্ছেন বাংলাদেশের লাইফলাইন।’

আজ বৃহস্পতিবার দুপুরে এক আনন্দ শোভাযাত্রা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্য এমন মন্তব্য করেন সাদ্দাম হোসেন। ‘স্বপ্নের মেট্রোরেল’ চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই আনন্দ শোভাযাত্রা করেছে ছাত্রলীগ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘২০৪১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি উন্নত বাংলাদেশ পেতে যাচ্ছি। বর্তমানে আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৮২৪ মার্কিন ডলার। এটি ২০৪১ সালে সাড়ে ১২ হাজার মার্কিন ডলারে উন্নীত হবে। বর্তমানে আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৫ হাজার মেগাওয়াট, সেটি ২০৪১ সালে ৫৬ হাজার মেগাওয়াটে পৌঁছাবে। বাংলাদেশের দারিদ্র্যের হার শূন্যের কোটায় নেমে আসবে। জিডিপি ৭ শতাংশ থেকে গিয়ে ৯ শতাংশে দাঁড়াবে।’

শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশের’ স্বপ্নকে নিরাপদ করতে হবে এবং আগামী দিনে বঙ্গবন্ধু কন্যার ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে পারলে ‘অসীম সোনালি ভবিষ্যৎ’ বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন সাদ্দাম হোসেন।

সমাবেশে রাজনৈতিক অপশক্তির বিষ দাঁত ভেঙে দিতে তরুণ প্রজন্মকে শপথ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক সজল কুণ্ড এবং উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ।

বক্তব্যকালে তারা রাজনৈতিক অপশক্তিকে প্রতিহত করতে এবং আগামী দিনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

রাজনৈতিক অপশক্তির বিষ দাঁত ভেঙে দিতে তরুণ প্রজন্মকে শপথ গ্রহণের আহ্বান জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের নিজেদের ভবিষ্যৎকে নিরাপদ রাখার স্বার্থে তরুণ প্রজন্মকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক অপশক্তির বিষ দাঁত যাতে আমরা উপড়ে ফেলতে পারি, সেই শপথ গ্রহণ করতে হবে।’

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন