হোম > সারা দেশ > ঢাকা

মুগদায় মেয়ে চুরি করেছে অভিযোগ এনে মাকে মারধর, হাসপাতালে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় চুরির অভিযোগ এনে আয়েশা বেগম (৫৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে মুগদা হাসপাতাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। আজ বুধবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির মেয়ে রুমী আক্তার বলেন, মানিকনগর প্রফেসর গলির একটি বাসা থেকে কয়েক দিন আগে ১ লাখ টাকা চুরি হয়। বিষয়টা জানতে পেরে গত সোমবার সকালে আমি ওই বাসায় যাই। ওই বাসার কয়েকজন নারী আমাকে সন্দেহ করেন। দুপুরের দিকে আমার মা ওই বাসায় গেলে ওই নারীরা মাকে মারধর করে আহত করেন। আহতাবস্থায় তাঁকে মুগদা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি।

রুমী আরও জানান, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বুইড়ারচর গ্রামে। তাঁর বাবা শফিক অনেক আগেই মারা গেছেন। তাঁর মা মুগদা এলাকায় ভাড়া থাকতেন। ওই এলাকায় শাকসবজি বিক্রি করতেন।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, গত রাতে খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই কামরুজ্জামান বলেন, ১০ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশীরা চুরির অপবাদ দিয়ে আয়েশা বেগমকে মারধর করে। পরে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মামলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক-২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ