হোম > সারা দেশ > ঢাকা

মুগদায় মেয়ে চুরি করেছে অভিযোগ এনে মাকে মারধর, হাসপাতালে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় চুরির অভিযোগ এনে আয়েশা বেগম (৫৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে মুগদা হাসপাতাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। আজ বুধবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির মেয়ে রুমী আক্তার বলেন, মানিকনগর প্রফেসর গলির একটি বাসা থেকে কয়েক দিন আগে ১ লাখ টাকা চুরি হয়। বিষয়টা জানতে পেরে গত সোমবার সকালে আমি ওই বাসায় যাই। ওই বাসার কয়েকজন নারী আমাকে সন্দেহ করেন। দুপুরের দিকে আমার মা ওই বাসায় গেলে ওই নারীরা মাকে মারধর করে আহত করেন। আহতাবস্থায় তাঁকে মুগদা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি।

রুমী আরও জানান, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বুইড়ারচর গ্রামে। তাঁর বাবা শফিক অনেক আগেই মারা গেছেন। তাঁর মা মুগদা এলাকায় ভাড়া থাকতেন। ওই এলাকায় শাকসবজি বিক্রি করতেন।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, গত রাতে খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই কামরুজ্জামান বলেন, ১০ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশীরা চুরির অপবাদ দিয়ে আয়েশা বেগমকে মারধর করে। পরে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মামলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু