হোম > সারা দেশ > ঢাকা

চিকিৎসায় অবহেলার কারণে ঢাকায় বিদেশি পাইলটের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিকিৎসায় অবহেলার কারণে বাহরাইনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা গালফ এয়ারের পাইলট মোহান্নাদ ইউসুফ আল হিন্দির (৬৩) মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পাইলটের বোন তালা এলহেনডি। ইউসুফ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

মোহান্নাদ ইউসুফ আল হিন্দি মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান ও যুক্তরাষ্ট্র দ্বৈত নাগরিক। গত বছরের ১৪ ডিসেম্বর ভোর ৪টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পার হওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যান পাইলট মোহান্নাদ ইউসুফ। ৮ ঘণ্টা পর দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময়ের মধ্যে চারবার হার্ট অ্যাটাক করেন এ পাইলট। 

সংবাদ সম্মেলনে তালা এলহেনডি অভিযোগ করেন, তাঁর ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ জানতে ইউনাইটেড হাসপাতালের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তাঁকে হুমকি ও নানাভাবে অসহযোগিতা করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা ও দূতাবাসে অভিযোগের কথা বলায় তাঁকে চিকিৎসার কাগজপত্র দেওয়া হয়। যদিও সেখানে জালিয়াতি করা হয়েছে বলে তাঁর দাবি। 

তিনি বলেন, ‘আমার ভাইকে মূলত হত্যা করা হয়েছে।’ পাইলটের কর্মস্থল গালফ এয়ার সময় মতো চিকিৎসা সেবা ও তাঁর স্বাস্থ্যের সঠিক তথ্য সরবরাহ করেনি বলেও অভিযোগ করেন তালা এলহেনডি। 

তালা এলহেনডি জানান, ভাই-বোন দুজনই যুক্তরাষ্ট্র ও জর্ডানের দ্বৈত নাগরিক। তাঁর ভাই ইউসুফ আল হিন্দি গলফ এয়ারের পাইলট ছিলেন আর তিনি তালা এলহেনডি ব্রিটিশ সরকারের হয়ে কাজ করেন। ভাইয়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর তিনি বাংলাদেশে ছুটে আসেন। খোঁজখবর নিয়ে ইউনাইটেড হাসপাতাল ও গালফ এয়ার কর্তৃপক্ষের অবহেলার নানা প্রমাণ পেয়েছেন বলে দাবি তাঁর। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তালা এলহেনডি বলেন, ‘আমার ভাইকে জর্ডানে সমাহিত করা হয়েছে। আমি হাসপাতালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার দীর্ঘ ৪৬ দিন সময় লেগেছে এসব তথ্য প্রমাণ সংগ্রহে।’ 

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ