হোম > সারা দেশ > ঢাকা

রড, বাঁশ ও দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন আ.লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা

ঢাবি প্রতিনিধি

রড, বাঁশ ও দেশীয় অস্ত্র হাতে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে যাচ্ছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, শাহবাগ ও নীলক্ষেত এলাকায় এমন চিত্র দেখা যায়। 

শাহবাগ মোড়ে আওয়ামী লীগের শাহবাগ থানার নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায় ৷ সেখানে নেতা-কর্মীদের হাতে বাঁশ, লাঠি, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। মানিক হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মী জানান, দলের হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের ওপর কোনো আঘাত করা হলে আমরা যেন তা প্রতিরোধ করতে পারি, তাই প্রস্তুতি নিয়ে রেখেছি। 

সরেজমিনে দেখা যায়, ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা রড হাতে বের হয়েছেন। টিএসসি, শহীদ মিনার ও দোয়েল চত্বর মোড়ে আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীদের লাঠি, বাঁশ, হকিস্টিক, পাইপ, হেলমেটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

এ ছাড়া, ছাত্রলীগের নেতা-কর্মীদের ফেসবুক ওয়ালে লাঠি হাতে বিভিন্ন ক্যাপশন দিতে দেখা যায়। কবি জসীমউদ্‌দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ তানজীর আরাফাত তুষার লাঠি হাতে ফেসবুকে লেখেন—সময়ের প্রয়োজনে আরও একবার.........

এদিকে ডিএমপির পক্ষ থেকে নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশে ব্যানারের আড়ালে কোনো ধরনের লাঠিসোঁটা বা রডসদৃশ কোনো কিছু ব্যবহার করা যাবে না। তবে লাঠি, রড ও দেশীয় অস্ত্র ব্যবহার করার বিষয়টি অস্বীকার করছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। 

সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা ক্যাম্পাসেও অবস্থান করবে, সমাবেশেও যাবে। কোনো ধরনের লাঠিসোঁটা নেওয়ার নির্দেশনা নাই, তবে আমাদের হাতে জাতীয় পতাকা থাকবে। জাতীয় পতাকার জন্য নেওয়া বস্তুকে আপনি (সাংবাদিক) লাঠি হিসেবে দেখেছেন।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন