হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে প্রতীকী লাশের মিছিল করেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর ও নিরাপদ সড়কের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি প্রতীকী লাশের মিছিল বের করে শিক্ষার্থীরা। এর পাশাপাশি সারা দেশের বিভিন্ন জেলা শহরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছে। 

আজ রোববার বেলা পৌনে ১টায় শাহবাগ চত্বর থেকে প্রতীকী লাশের মিছিল বের করে নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের একটি অংশ। 

শিক্ষার্থীরা জাতীয় গ্রন্থাগারের দিক থেকে এসে শাহবাগ মোড় থেকে প্রতীকী লাশের কফিন নিয়ে শাহবাগ থানার সামনে দিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়। 

আন্দোলনরত শিক্ষার্থী ইনজামুল হক বলেন, `আমরা শাহবাগ মোড় থেকে মিছিল শুরু করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে আমরা গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করে শাহবাগ চত্বরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছি। এ ছাড়া বৃষ্টি হওয়ার কারণে আজকের কর্মসূচি প্রতীকী লাশের মিছিলের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করছি।' 

এ ছাড়া ঢাকা মহানগরসহ খুলনা, বরিশাল, রাজশাহী, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ সারা দেশে ১৫টির বেশি জেলায় ছাত্রদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে।  

এর আগে যান চলাচল স্বাভাবিক রাখতে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে শাহবাগ চত্বরে অবস্থান নেন পুলিশ সদস্যরা। 

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে পারবে। কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার