হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে প্রতীকী লাশের মিছিল করেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর ও নিরাপদ সড়কের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি প্রতীকী লাশের মিছিল বের করে শিক্ষার্থীরা। এর পাশাপাশি সারা দেশের বিভিন্ন জেলা শহরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছে। 

আজ রোববার বেলা পৌনে ১টায় শাহবাগ চত্বর থেকে প্রতীকী লাশের মিছিল বের করে নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের একটি অংশ। 

শিক্ষার্থীরা জাতীয় গ্রন্থাগারের দিক থেকে এসে শাহবাগ মোড় থেকে প্রতীকী লাশের কফিন নিয়ে শাহবাগ থানার সামনে দিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়। 

আন্দোলনরত শিক্ষার্থী ইনজামুল হক বলেন, `আমরা শাহবাগ মোড় থেকে মিছিল শুরু করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে আমরা গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করে শাহবাগ চত্বরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছি। এ ছাড়া বৃষ্টি হওয়ার কারণে আজকের কর্মসূচি প্রতীকী লাশের মিছিলের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করছি।' 

এ ছাড়া ঢাকা মহানগরসহ খুলনা, বরিশাল, রাজশাহী, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ সারা দেশে ১৫টির বেশি জেলায় ছাত্রদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে।  

এর আগে যান চলাচল স্বাভাবিক রাখতে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে শাহবাগ চত্বরে অবস্থান নেন পুলিশ সদস্যরা। 

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে পারবে। কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। 

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ