হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে প্রতীকী লাশের মিছিল করেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর ও নিরাপদ সড়কের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি প্রতীকী লাশের মিছিল বের করে শিক্ষার্থীরা। এর পাশাপাশি সারা দেশের বিভিন্ন জেলা শহরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছে। 

আজ রোববার বেলা পৌনে ১টায় শাহবাগ চত্বর থেকে প্রতীকী লাশের মিছিল বের করে নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের একটি অংশ। 

শিক্ষার্থীরা জাতীয় গ্রন্থাগারের দিক থেকে এসে শাহবাগ মোড় থেকে প্রতীকী লাশের কফিন নিয়ে শাহবাগ থানার সামনে দিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়। 

আন্দোলনরত শিক্ষার্থী ইনজামুল হক বলেন, `আমরা শাহবাগ মোড় থেকে মিছিল শুরু করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে আমরা গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করে শাহবাগ চত্বরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছি। এ ছাড়া বৃষ্টি হওয়ার কারণে আজকের কর্মসূচি প্রতীকী লাশের মিছিলের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করছি।' 

এ ছাড়া ঢাকা মহানগরসহ খুলনা, বরিশাল, রাজশাহী, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ সারা দেশে ১৫টির বেশি জেলায় ছাত্রদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে।  

এর আগে যান চলাচল স্বাভাবিক রাখতে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে শাহবাগ চত্বরে অবস্থান নেন পুলিশ সদস্যরা। 

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে পারবে। কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা