হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগরের পাশের জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকার ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন জঙ্গল থেকে আশুলিয়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, ‘আমাদের কর্মচারী ক্লাবের পেছনে লেকের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। জায়গাটি ঢাকা-আরিচা মহাসড়কের কাছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ নিরাপদ মনে করে এই স্থানে লাশটি ফেলে যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম বলেন, ‘জাহাঙ্গীরনগর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছি। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। গলা ও কনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে একটি লাশ পাওয়া গেছে। আমরা খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। পুলিশও বিষয়টা জেনেছে। এখন বাকিটা পুলিশ দেখবে।’

বিশ্ববিদ্যালয়ের সাময়িক প্রক্টর তাজউদ্দিন সিকদার সাংবাদিকদের বলেন, ‘আমরা জেনেছি, একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত জানামতে তিনি বিশ্ববিদ্যালয়ের কেউ নন। আমরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার ব্যাপারে ওয়াকিবহাল আছি।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস