হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগরের পাশের জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকার ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন জঙ্গল থেকে আশুলিয়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, ‘আমাদের কর্মচারী ক্লাবের পেছনে লেকের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। জায়গাটি ঢাকা-আরিচা মহাসড়কের কাছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ নিরাপদ মনে করে এই স্থানে লাশটি ফেলে যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম বলেন, ‘জাহাঙ্গীরনগর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছি। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। গলা ও কনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে একটি লাশ পাওয়া গেছে। আমরা খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। পুলিশও বিষয়টা জেনেছে। এখন বাকিটা পুলিশ দেখবে।’

বিশ্ববিদ্যালয়ের সাময়িক প্রক্টর তাজউদ্দিন সিকদার সাংবাদিকদের বলেন, ‘আমরা জেনেছি, একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত জানামতে তিনি বিশ্ববিদ্যালয়ের কেউ নন। আমরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার ব্যাপারে ওয়াকিবহাল আছি।’

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে