হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগরের পাশের জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকার ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন জঙ্গল থেকে আশুলিয়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, ‘আমাদের কর্মচারী ক্লাবের পেছনে লেকের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। জায়গাটি ঢাকা-আরিচা মহাসড়কের কাছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ নিরাপদ মনে করে এই স্থানে লাশটি ফেলে যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম বলেন, ‘জাহাঙ্গীরনগর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছি। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। গলা ও কনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে একটি লাশ পাওয়া গেছে। আমরা খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। পুলিশও বিষয়টা জেনেছে। এখন বাকিটা পুলিশ দেখবে।’

বিশ্ববিদ্যালয়ের সাময়িক প্রক্টর তাজউদ্দিন সিকদার সাংবাদিকদের বলেন, ‘আমরা জেনেছি, একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত জানামতে তিনি বিশ্ববিদ্যালয়ের কেউ নন। আমরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার ব্যাপারে ওয়াকিবহাল আছি।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ