হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যায় গোসলে নেমে তরুণ নিখোঁজ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নেমে এক তরুণ নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলোঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ তরুণের নাম আরিফ (২১)। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাগান বাড়ি এলাকার সোবহানের ছেলে। তিনি সিম্বা নামে এক গার্মেন্টসের অপারেটর ছিলেন। 

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন দুই বন্ধু। পরবর্তীতে এক বন্ধু ফিরে আসলেও আরিফ আসেননি। ধারণা করা হচ্ছে নদীর তীব্র স্রোতের কারণে তিনি ডুবে গিয়েছেন। পরে ডুবুরির দলকে খবর দেওয়া হয়। 

আরিফের বোন বিউটি বলেন, ‘আজ আমার ভাইয়ের অফিস বন্ধ। তাই সকাল থেকে বৃষ্টি থাকার কারণে আমার ভাই তার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে আর বাড়ি ফেরেনি।’ 

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে ডুবুরিরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সকাল থেকে উদ্ধার কাজ পরিচালনা করছি। কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি।’ 

কতক্ষণ পর্যন্ত এই উদ্ধার অভিযান চলবে জানতে চাইলে এই কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, রাত হলে ডুবুরিদের জন্য উদ্ধার কাজ চালিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই দিনের আলো যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যেতে পারব বলে আশাবাদী।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা