হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যায় গোসলে নেমে তরুণ নিখোঁজ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নেমে এক তরুণ নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলোঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ তরুণের নাম আরিফ (২১)। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাগান বাড়ি এলাকার সোবহানের ছেলে। তিনি সিম্বা নামে এক গার্মেন্টসের অপারেটর ছিলেন। 

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন দুই বন্ধু। পরবর্তীতে এক বন্ধু ফিরে আসলেও আরিফ আসেননি। ধারণা করা হচ্ছে নদীর তীব্র স্রোতের কারণে তিনি ডুবে গিয়েছেন। পরে ডুবুরির দলকে খবর দেওয়া হয়। 

আরিফের বোন বিউটি বলেন, ‘আজ আমার ভাইয়ের অফিস বন্ধ। তাই সকাল থেকে বৃষ্টি থাকার কারণে আমার ভাই তার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে আর বাড়ি ফেরেনি।’ 

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে ডুবুরিরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সকাল থেকে উদ্ধার কাজ পরিচালনা করছি। কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি।’ 

কতক্ষণ পর্যন্ত এই উদ্ধার অভিযান চলবে জানতে চাইলে এই কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, রাত হলে ডুবুরিদের জন্য উদ্ধার কাজ চালিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই দিনের আলো যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যেতে পারব বলে আশাবাদী।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন