হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে গাড়ির ধাক্কায় নারী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পারুল বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন। তবে কোন গাড়ি ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে ডেমরার কোনাপাড়ার বাঁশেরপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকালে সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ভোরে কোনো একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ঘটনার পর ওই নারীর নাম-ঠিকানা জানা না গেলে পরে তার স্বজনরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

পারুল বেগমের ভাতিজা মো. মেহেদী হাসান রিজভী জানান, পারুল বেগমের স্বামীর নাম সাহেব আলী। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার লতরদি গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী মাতুয়াইল পশ্চিমপাড়া মৃধাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন।

তিনি আরও জানান, পারুল বেগম বেশ কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝেমধ্যেই বাসার কাউকে কিছুই না বলে বের হয়ে যেত। গতকাল কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর কোথাও পাওয়া যায়নি। আজ রোববার সকালে জানতে পারেন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মরদেহ ঢাকা মেডিকেলে আছে। পরে হাসপাতালে মরদেহ শনাক্ত করি।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে