হোম > সারা দেশ > ঢাকা

আগারগাঁওয়ে চালু হলো হলিডে মার্কেট, সব ওয়ার্ডে করার অঙ্গীকার মেয়র আতিকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (এসএমই) পণ্য নিয়ে শুরু হলো হলিডে মার্কেট।

রাজধানীর আগারগাঁওয়ে আজ শুক্রবার আইসিটি রোডে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ সময় ডিএসসিসির সব ওয়ার্ডে হলিডে মার্কেট চালুর অঙ্গীকার করেছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘আগারগাঁওয়ের এই হলিডে মার্কেট সফল হলে আমি আপনাদের কথা দিচ্ছি, ৫৪টি ওয়ার্ডে হলিডে মার্কেট চালু করব। এর জন্য সহযোগিতা চাই পুলিশ প্রশাসন থেকে, জনগণ থেকে, ক্রেতাসাধারণ থেকে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘একটা দেশের অর্থনীতিতে ২৫ শতাংশ এসএমইর ভূমিকা রয়েছে। এসএমইর অংশগ্রহণ বড় বেশি দরকার। এতে যেন নারীদের অগ্রাধিকার দেওয়া হয়। আজকের এই উদ্যোগের সফলতা কামনা করি। এটা ভালোভাবে পরিচালিত হতে হবে। কোনোভাবে যাতে অব্যবস্থাপনা না হয়।’ 

নির্বাচনী ইশতেহারে হলিডে মার্কেট করার কথা ছিল জানিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘হলিডে মার্কেটে থাকবে নিরাপদ সবজি, পাটপণ্য ও চামড়াশিল্প। এখানে একটা কালচারাল কর্নার থাকবে। আমার নির্বাচনী ইশতেহারে হলিডে মার্কেট করার কথা ছিল। হলিডে মার্কেটের মাধ্যমে বিক্রেতারা যেমন আয় করতে পারবেন। ক্রেতারাও ভালো প্রোডাক্ট পাবেন।’ 

হলিডে মার্কেট উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফোরকান হোসেন প্রমুখ।

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন