ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (এসএমই) পণ্য নিয়ে শুরু হলো হলিডে মার্কেট।
রাজধানীর আগারগাঁওয়ে আজ শুক্রবার আইসিটি রোডে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ সময় ডিএসসিসির সব ওয়ার্ডে হলিডে মার্কেট চালুর অঙ্গীকার করেছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘আগারগাঁওয়ের এই হলিডে মার্কেট সফল হলে আমি আপনাদের কথা দিচ্ছি, ৫৪টি ওয়ার্ডে হলিডে মার্কেট চালু করব। এর জন্য সহযোগিতা চাই পুলিশ প্রশাসন থেকে, জনগণ থেকে, ক্রেতাসাধারণ থেকে।’
নির্বাচনী ইশতেহারে হলিডে মার্কেট করার কথা ছিল জানিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘হলিডে মার্কেটে থাকবে নিরাপদ সবজি, পাটপণ্য ও চামড়াশিল্প। এখানে একটা কালচারাল কর্নার থাকবে। আমার নির্বাচনী ইশতেহারে হলিডে মার্কেট করার কথা ছিল। হলিডে মার্কেটের মাধ্যমে বিক্রেতারা যেমন আয় করতে পারবেন। ক্রেতারাও ভালো প্রোডাক্ট পাবেন।’
হলিডে মার্কেট উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফোরকান হোসেন প্রমুখ।