হোম > সারা দেশ > ঢাকা

মৈত্রী এক্সপ্রেস থেকে সাড়ে চার কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে কোলকাতাগামী ট্রেনে অভিযান চালিয়ে আট যাত্রীর শরীর থেকে সাড়ে ৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ক্যান্টনমেন্ট স্টেশনে কোলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে এই অভিযান চালানো হয়। এ সময় স্বর্ণ চোরাচালান চক্রের আট সদস্যকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক মো. শাকিল খন্দকার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন মো. সোহেল রানা (৪৭), বিল্লাল ব্যাপারী (৫২), তাজবির আহমেদ (৩৮), নাজমুল হাসান নীরব (৩০), মো. শাহে আলম (৪০), মো. নাদিম (৪১), সুলতান চৌধুরী (২৬) ও মো. সুমন (৩৬)।

শফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এ সময় ভারতগামী আট বাংলাদেশি যাত্রীর শরীরে তল্লাশি করা হয়, যারা নিয়মিত এই রুটে যাতায়াত করেন। এসব যাত্রীর শরীরের মলদ্বারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব বারের ওজন ৬ কেজি ৫৪৭ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

শফিকুল ইসলাম আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বার ঢাকার কাস্টম হাউসে জমা দিয়ে আটককৃতদের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট