হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন বাতিল চেয়ে আদালতে মামলা

গাজীপুর প্রতিনিধি

ব্যালট পেপার লুট, ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন বাতিল ও শপথ গ্রহণে স্থগিতাদেশ চেয়ে আদালতে মামলা হয়েছে। একই দাবিতে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা।

নীল প্যানেল সমর্থিত সভাপতি পদপ্রার্থী ড. মো. সহিদউজ্জামান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম বাদী হয়ে গাজীপুরের সিনিয়র সহকারী জজ-১ (সদর) আদালতে এ মামলা দায়ের করেন।

আজ রোববার সকালে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—গাজীপুর বারের সাবেক সভাপতি জিপি মো. সোলায়মান দরজি, বারের সাবেক সভাপতি মো. সুলতান উদ্দিন, সাবেক স্পেশাল পিপি মো. মুস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম, নীল প্যানেলের সভাপতি পদপ্রার্থী ড. মো. সহিদউজ্জামান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, ভোট কারচুপি ও ব্যালট পেপার লুটপাটের মাধ্যমে গাজীপুর বারকে কলঙ্কিত করা হয়েছে। গাজীপুর বারের ইতিহাসে এমন ভোট চুরির ঘটনা ইতিপূর্বে ঘটেনি। পেশাজীবী সংগঠনটির সহাবস্থানের ঐতিহ্য আজ চরমভাবে প্রশ্নবিদ্ধ করা হলো। অবিলম্বে এই নির্বাচন কমিশন বাতিল করে পুনর্নির্বাচন দাবি করেন তাঁরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গাজীপুর বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরের দিন শুক্রবার জুমার আগে ফলাফল ঘোষণা করা হয়। তাতে মোট ২২টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীরা এবং একটি পদে নীল প্যানেলের সহসভাপতি প্রার্থী বিজয়ী হন।

পরে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে নীল প্যানেলের প্রার্থীরা ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবি করেন।

আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট সদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘আজ রোববার বেলা আড়াইটায় সমিতির ১ নম্বর হল রুমে বারের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ পড়ানো হয়েছে। নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল আজিজ শপথ পাঠ করান। শপথের পর তাঁরা দায়িত্ব বুঝে নিয়েছেন।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন