হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত মো. আলামিন মিয়া (৪৩) রাজধানীর মিরপুর-১৪ এর কাফরুল থানা এলাকার আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আমেরিকা প্রবাসী মারুফ হোসেন (৬৪), স্ত্রী সুরাইয়া আহমেদ (৪৫) ও তাঁর ভাতিজা তামিউদ্দিন অয়ন (২৫)। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার জানান, সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা বরিশালগামী খান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। 

এতে ঘটনাস্থলেই নিহত হয় মাইক্রোবাসের চালক। আহত হয় মাইক্রোবাসে থাকা তিন যাত্রী। তবে বাসের কোনো যাত্রী আহত হয়নি। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

আহত তামিউদ্দিন অয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘চাচা-চাচি আমেরিকা থেকে সকালে দেশে এসে পৌঁছায়। তাদের বাড়িতে নিয়ে যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রো ঠিক করি। সেখান থেকে সকাল সাড়ে ৮টার দিকে ওই মাইক্রোতে গ্রামের বাড়ি খুলনার রুপসার উদ্দেশ্যে রওনা হই। পরে দুপুর ১২টার দিকে গোপালগঞ্জে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আমার চাচি খুব বেশি আহত হয়েছে। চাচাও আহত হয়েছ। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমার সামান্য আঘাত লাগায় ভর্তি হয়নি। আমি তাদের দেখাশোনা করছি।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু