হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রতিনিধি, আশুলিয়া

আশুলিয়ায় মাদ্রাসার এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রিন্সিপালসহ আরেক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের আটক করে পুলিশ। আজ বুধবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মাদ্রাসার প্রিন্সিপালসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত দুই শিক্ষক হলেন, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আকরাম হোসেন ও তার ভাই শিক্ষক আব্দুর রহমান নবী। তারা ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার পশ্চিম শালকোণা গ্রামের জনব আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে মাদরাসার সাইফুল রহমান তালুকদার (১৮) নামে শিক্ষার্থীকে মারধর করেন প্রিন্সিপাল আকরাম হোসেন। পরে ওই শিক্ষার্থী মাদরাসা থেকে পালিয়ে তার মামার বাড়িতে যায়। ভুক্তভোগী শিক্ষার্থী বাগেরহাট জেলার শরণখোলা থানার উত্তর কদমতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে।

খলিলুর রহমান বলেন, ‘আমি খুলনায় গ্রামের বাড়িতে থাকি। মঙ্গলবার একটা অপরিচিত নম্বর থেকে এক ভ্যানচালক আমাকে ফোন দেয়। সে জানায় আমার ছেলে সাইফুলকে মাদ্রাসার স্যার মেরেছে। আর সে (সাইফুল) রাস্তার পাশে একটি দোকানে বসে কাদছে। তখন ওই ভ্যানচালক আমার ছেলেকে নবীনগরে তার মামার বাসায় দিয়ে আসে। পরে আমি থানায় জানালে পুলিশ প্রিন্সিপালসহ আরেক শিক্ষককে ধরে নিয়ে যায়।’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা গত মঙ্গলবার মাদ্রাসার প্রিন্সিপাল ও এক শিক্ষকের বিরুদ্ধে তার ছেলেকে মারধরের মৌখিক অভিযোগ করেছেন। এ ঘটনায় মঙ্গলবারই অভিযুক্ত প্রিন্সিপালসহ আরেক শিক্ষককে আটক করা হয়। পরে গতকাল বুধবার সকালে মামলা দায়েরের পর তাদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ