হোম > সারা দেশ > ঢাকা

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে এই আগুন লাগে। কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর ও তেজগাঁও ফায়ার স্টেশনের ৮টি ইউনিটের চেষ্টায় রাত ৪টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

উপপরিচালক আরও জানান, বস্তির পাশে রাখা রোজিনা পরিবহনের দুটি বাস পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান তিনি।

ছবি: সংগৃহীত

সালেহ উদ্দিন আরও বলেন, বস্তিটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এর মধ্যে এ ঘটনা ঘটল। কাছেই কল্যাণপুর ফায়ার স্টেশন থাকায় দ্রুত কাজ শুরু করা সম্ভব হয়।

ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ৩টা ৮ মিনিটে গাবতলী শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৩টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন