হোম > সারা দেশ > ঢাকা

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে এই আগুন লাগে। কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর ও তেজগাঁও ফায়ার স্টেশনের ৮টি ইউনিটের চেষ্টায় রাত ৪টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

উপপরিচালক আরও জানান, বস্তির পাশে রাখা রোজিনা পরিবহনের দুটি বাস পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান তিনি।

ছবি: সংগৃহীত

সালেহ উদ্দিন আরও বলেন, বস্তিটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এর মধ্যে এ ঘটনা ঘটল। কাছেই কল্যাণপুর ফায়ার স্টেশন থাকায় দ্রুত কাজ শুরু করা সম্ভব হয়।

ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ৩টা ৮ মিনিটে গাবতলী শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৩টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি