হোম > সারা দেশ > গাজীপুর

বাবার বাইকে স্কুলে আর যাওয়া হলো না রায়হানের

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

শিশুশিক্ষার্থী রায়হান (৫) বাবার মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল। পাকা সড়কের কাদায় মোটরসাইকেলটি পিছলে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছে রায়হান। এতে আহত হয়েছেন তার বাবা। 

আজ বুধবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের কালিয়াব এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। 

নিহত রায়হান সনমানিয়া গ্রামের হোসাইন আল মামুন রনির ছেলে। সে একই এলাকার আড়াল বর্ণমালা স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নিহত রায়হানের নানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোস্তাফিজুর রহমান মোফাজ্জল জানান, আজ সকালে রায়হান তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। সড়কে একটি অটোরিকশাকে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক চলে আসে। গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে সড়কে কাদা থাকায় মোটরসাইকেলটি পিছলে পড়ে যায়। এ সময় রায়হান ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রায়হানের বাবাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। এ সময় ট্রাকটি দ্রুত দুর্ঘটনাস্থল ত্যাগ করে। 

ইউপি সদস্য আরও জানান, অবৈধ ট্রলি দিয়ে মাটি পরিবহন করায় সড়কে মাটি পড়ে বৃষ্টিতে কাদার সৃষ্টি হয়। ওই কাদায় মোটরসাইকেলটি পিছলে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ওসি নাসিম বলেন, ‘বৃষ্টিতে রাস্তায় মাটি ভিজে কাদাযুক্ত থাকায় মোটরসাইকেলটি পিছলে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির