হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার ভোরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন খেজুরগাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুজন হলেন কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বহেরাতলী গ্রামের মজিবুর রহমানের ছেলে সজীব হোসেন এবং একই গ্রামের হাইলি মিয়ার ছেলে শাহিন মিয়া। সকালে তাঁরা দুজন ঢাকার উদ্দেশে বের হয়েছিলেন। গুরুতর আহত অপরজনের নাম তুহিন সরকার। তিনি স্থানীয় একটি ব্যাংকে চাকরি করেন।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানা এসব তথ্য জানান। তিনি বলেন, আজ রোববার ভোর ৬টার দিকে কালিয়াকৈর-মাওনা শ্রীপুর আঞ্চলিক সড়ক দিয়ে একটি ট্রাক কালিয়াকৈর থেকে ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা ফুলবাড়িয়া বাজারসংলগ্ন খেজুরগাছ নামক এলাকায় গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

সোহেল রানা আরও বলেন, গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ