হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে অবরোধের দ্বিতীয় দিনেও নেই যানবাহন ও যাত্রীর চাপ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

চলছে বিএনপির দুদিনব্যাপী অবরোধ কর্মসূচি। অবরোধের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে নেই যানবাহন ও যাত্রীর চাপ। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের শিমরাইল মোড়ে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই যানবাহনের সংখ্যা খুবই কম। পাশাপাশি যেসব যানবাহন মহাসড়কে চলাচল করছে তাদের আবার যাত্রীর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। 

জাহাঙ্গীর বেপারী নামের এক যাত্রী বলেন, এক জরুরি কাজে মদনপুরে যেতে হবে, সে জন্য বের হয়েছিলাম। ভেবেছিলাম অবরোধে বাস পাব না। তবে মহাসড়কে এসে বাস পেতে তেমন সমস্যা হয়নি। 

খালেক নামের আরেক যাত্রী জানান, মহাসড়কের অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ অনেক কম রয়েছে। তাই খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারব আশা করছি। 

আবু নাছের নামে এক বাসচালক বলেন, ‘আজ অবরোধ থাকলেও ঝুঁকি নিয়ে মহাসড়কে বাস নিয়ে বের হয়েছি। যাত্রাবাড়ী থেকে এখানে আসতে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। আশা করছি, নির্বিঘ্নেই মহাসড়কে যাতায়াত করতে পারব।’ 

শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকে যানবাহন কম থাকলেও যানবাহন চলাচলে কোথাও কোনো বাধার শিকার হতে হচ্ছে না। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে রয়েছেন।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯