হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সুষ্ঠু নির্বাচন নারায়ণগঞ্জের ঐতিহ্য: বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার আজকের পত্রিকাকে বলেছেন, ‘নারায়ণগঞ্জে অতীতের সিটি করপোরেশন নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছে। সুষ্ঠু নির্বাচন নারায়ণগঞ্জের নির্বাচনের একটা ঐতিহ্য। আমি অবশ্যই আশা করব এবারের নির্বাচনটিও শতভাগ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে।’ 

তবে ইভিএমে নির্বাচন হওয়ায় এবং নির্বাচন কমিশনের অযোগ্যতার কথা উল্লেখ করে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 
 
ইভিএমে ভোট গ্রহণ প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, ‘ইভিএম ভোট গ্রহণ একটি দুর্বল পদ্ধতি। এটা দিয়ে ফলাফল যেকোনো দিকে যেতে পারে। যেহেতু এটা কমিশনের হাতে আছে, তাই তারা ফলাফল পাল্টে দিতে পারে। আমাদের ইভিএমে কোনো পেপার ট্রেইল নেই। এর ফলে একজন ভোটার কাকে ভোট দিয়েছে এটা সে নিজেই দেখতে পারে না। তবু আশা করি ভোটাররা সাহস করে কেন্দ্রে যাবেন এবং তাঁদের পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’ 

বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘নির্বাচন কমিশন যদি ভোটারদের নিরাপত্তাই নিশ্চিত করতে না পারে তাহলে তাদের কাজ কি?’ 

কমিশনের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, নাসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলফনামায় অসম্পূর্ণ তথ্য দিয়েছেন কিন্তু কমিশন এ বিষয়ে নীরব থেকেছে। প্রার্থীদের আয়কর বিবরণীর তথ্য প্রকাশ না করে এবং অসম্পূর্ণ হলফনামা প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন ভোটারদের বঞ্চিত করেছে। 

নির্বাচনে কে জিততে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আর এক দিন অপেক্ষা করলেই আমরা দেখতে পাব কে জিতবে। তবে সরকার চাইবে যেকোনো মূল্যে আইভীকে বিজয়ী করে আনতে। আমি বলব, ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। যে-ই জিতুক না কেন সে যেন সৎভাবে জনগণের কল্যাণে কাজ করে।’   

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন