হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভিমরুলের হুলে এক পরিবারের ২ শিশুর মৃত্যু

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের হুলে জুবায়ের (৮) ও নূর নবী (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে জুবায়ের এবং বিকেলে নূর নবী মারা যায়।

নিহত জুবায়ের উপজেলার বেলতলী গ্রামের জালাল উদ্দিন ও নূর নবী একই পরিবারের জসিম মিয়ার ছেলে। জালাল ও জসিম সম্পর্কে চাচাতো ভাই। 

প্রতিবেশী আতিকুর রহমান তাহের বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশে একটি ঝোপের কাছে খেলা করছিল। এ সময় ঝোপঝাড়ের মধ্যে থাকা ভিমরুল উড়ে এসে ওই দুই শিশুর গায়ে হুল ফোটায়। পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়। প্রচণ্ড জ্বরে আজ ভোররাতে জুবায়েরের মৃত্যু হয়। 

পরে নূর নবীকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, আজ জুমার নামাজের পর জুবায়েরের জানাজা শেষে নূর নবীরও মৃত্যুর খবর জানতে পারি। 

কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, জুমার নামাজের পর আমি একজনের জানাজায় উপস্থিত ছিলাম। এ সময় চিকিৎসারত অন্য শিশুটিরও মৃত্যুর খবর আসে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। 

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার