হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভিমরুলের হুলে এক পরিবারের ২ শিশুর মৃত্যু

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের হুলে জুবায়ের (৮) ও নূর নবী (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে জুবায়ের এবং বিকেলে নূর নবী মারা যায়।

নিহত জুবায়ের উপজেলার বেলতলী গ্রামের জালাল উদ্দিন ও নূর নবী একই পরিবারের জসিম মিয়ার ছেলে। জালাল ও জসিম সম্পর্কে চাচাতো ভাই। 

প্রতিবেশী আতিকুর রহমান তাহের বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশে একটি ঝোপের কাছে খেলা করছিল। এ সময় ঝোপঝাড়ের মধ্যে থাকা ভিমরুল উড়ে এসে ওই দুই শিশুর গায়ে হুল ফোটায়। পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়। প্রচণ্ড জ্বরে আজ ভোররাতে জুবায়েরের মৃত্যু হয়। 

পরে নূর নবীকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, আজ জুমার নামাজের পর জুবায়েরের জানাজা শেষে নূর নবীরও মৃত্যুর খবর জানতে পারি। 

কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, জুমার নামাজের পর আমি একজনের জানাজায় উপস্থিত ছিলাম। এ সময় চিকিৎসারত অন্য শিশুটিরও মৃত্যুর খবর আসে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ