বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে ৩২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন।
এর আগে গত ৬ জানুয়ারি চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে আসলাম চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বাকি তিন আসামি হলেন আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীন মাওলা এবং ভাই জসিম উদ্দিন চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরী।
জানা যায়, আসামিরা আগ্রাবাদ শাখার এবি ব্যাংক থেকে ৩২৫ কোটি ৭৪ লাখ টাকা ঋণ নেন। পরে ঋণ পরিশোধ না করে সেই টাকা আত্মসাৎ করেন। ওই ঘটনায় ২০১৬ সালের ১৭ জুলাই দুর্নীতি দমন কমিশন আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে দুদক ২০১৭ সালের ৭ আগস্ট আদলতে অভিযোগপত্র দেয়।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তার সঙ্গে বৈঠক করার অভিযোগ রয়েছে আসলাম চৌধুরীর বিরুদ্ধে। ভারতের দিল্লি ও আগ্রার তাজমহল এলাকায় ২০১৬ সালে মোসাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে আসলামকে ২০১৬ সালের ১৫ মে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।