হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিএনপি ছাড়াও বিভিন্ন মহল থেকে সারা বাংলাদেশের সকল মানুষ তাঁর বিদেশে চিকিৎসার দাবি তুলছে। কিন্তু সরকার তাঁর চিকিৎসার উদ্যোগ নিচ্ছে না। 

তাঁরা আরও বলেন, এ দেশের গণতন্ত্র মুক্তির জন্য, এ দেশের মানবাধিকারের জন্য, দেশের জনগণের কথা বলার সুযোগ এবং মুক্ত গণমাধ্যমের জন্য খালেদা জিয়া সারা জীবন লড়াই সংগ্রাম করে গেছেন। অথচ দুঃখের বিষয় তাঁর চিকিৎসার বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 

মানববন্ধন থেকে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, আজ বাংলাদেশের মানুষ জেগে উঠছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রশ্নে। দ্রুত আপনারা খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। 

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ, সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজে মহাসচিব নুরুল আমিন রোকন, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ আরও অনেকেই।

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা