হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুর গণপূর্তে নানা অনিয়ম, দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে সরকারি বহুতল ভবন নির্মাণে অনিয়ম, কাজ না করে অতিরিক্ত বিল উত্তোলনসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার অভিযানে নেতৃত্ব দেন দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।

দুদক সূত্রে জানা গেছে, অতিরিক্ত ব্যয়ে মাদারীপুর সরকারি সমন্বিত ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ পায় দুদক। এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল নির্মাণ ও মালামাল ক্রয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে জেলার বেশ কয়েকটি সরকারি ভবনে বার্ষিক মেরামত না করে অতিরিক্ত বিল উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। গণপূর্তে কর্মরত ব্যক্তিরা নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে লাইসেন্স করে এই দপ্তরের কাজ বাস্তবায়ন করে বিল তুলে নেন বলেও অভিযোগ রয়েছে। এসব ঘটনায় দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে গণপূর্তের মাদারীপুর কার্যালয়ে অভিযান চালানো হয়।

দুদক সূত্র আরও জানায়, অনিয়মে সরাসরি জড়িত ছিলেন সাবেক নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান ও তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার হোসেন (বর্তমানে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে)। বিশেষ সুবিধা দিতে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন এই দুই কর্মকর্তা। এসব অভিযোগ থাকায় তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে দুদক। এ ছাড়া এই কার্যালয় থেকে সংশ্লিষ্ট কাজের নথিও জব্দ করা হয়েছে। যাচাই–বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। পরে প্রধান কার্যালয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দুদক।

সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, গণপূর্ত অধিদপ্তরে একাধিক অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদারীপুর দুদক অফিসের সাত সদস্যের টিম কাজ করে। অভিযোগ যাচাই–বাছাই করা হচ্ছে। তথ্যপ্রমাণ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন