নাশকতার অভিযোগে রাজধানীর কোতোয়ালি ও শাহবাগ থানায় ২০১৩ সালে করা দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী হাইকোর্টে জামিন আবেদন করেছেন। আগামীকাল মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
রাজধানীর ফুলবাড়িয়ায় নাশকতার অভিযোগে ২০১৩ সালের ২২ এপ্রিল শাহবাগ থানায় এবং বাবুবাজার পুলিশ ফাঁড়ির সামনে নাশকতার অভিযোগে একই বছরের ২৩ এপ্রিল মামলা দুটি করা হয়। দুই মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করা হয় বলে জানান তাঁর ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরী ও তাঁর ব্যক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়াকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তার সঙ্গে ‘সরকার উৎখাতের’ পরিকল্পনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।