হোম > সারা দেশ > ঢাকা

ডিআইজি মিজানের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার আপিল বিভাগে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। 

গত বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক বেঞ্চ মিজানুর রহমানকে দুই মাসের জামিন দেন। এর আগে খালাস চেয়ে মিজানুর রহমানের করা আপিল ৬ এপ্রিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। 

এর আগে মানি লন্ডারিংয়ের অভিযোগ থেকে মিজানের খালাসের বিরুদ্ধে ৭ এপ্রিল আপিল করেছে দুদক। 

খুরশিদ আলম খান বলেন, মানি লন্ডারিংয়ের অভিযোগে খন্দকার এনামুল বাছিরকে পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করেছেন বিচারিক আদালত। কিন্তু মিজানুর রহমানকে মানি লন্ডারিংয়ের অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। তাই এর বিরুদ্ধে দুদক আপিল করেছে। 

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম রায় দেন। রায়ে দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে অর্থপাচারের অভিযোগে ৫ বছর এবং ঘুষ লেনদেনের অভিযোগে ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানকে ঘুষ লেনদেনের অভিযোগে তিন বছর কারাদণ্ড দিলেও অর্থপাচারের অভিযোগ থেকে তাঁকে খালাস দেন আদালত। তবে দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় উভয়ে দোষী সাব্যস্ত হলেও এ ধারায় কাউকেই সাজা দেওয়া হয়নি। 

৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই ওই মামলাটি করে দুদক। ২০২০ সালের ১৯ জানুয়ারি ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ