হোম > সারা দেশ > ঢাকা

ইশরাকের আন্দোলনের মধ্যে নগর ভবনে কর্মচারীদের দুই পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে কর্মচারীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ডিএসসিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের মধ্যে এই সংঘর্ষ চলার সময় ভিডিও ধারণকালে এক সাংবাদিককে ছুরি দেখিয়ে হুমকিও দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে ইশরাকের শপথের দাবিতে আন্দোলন চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, দুজনেই বিএনপিপন্থী হলেও আরিফ চৌধুরী এবং আরিফুজ্জামান প্রিন্সের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলমান। সম্প্রতি ইশরাক হোসেনের শপথের আন্দোলনে সক্রিয় না থাকার অভিযোগ করে ‘বিরোধী’ আখ্যা দিয়ে হামলা চালানো হয় আরিফুজ্জামান প্রিন্সের পক্ষের লোকদের ওপর। পরবর্তীতে তারাও পাল্টা হামলা চালান। সংঘর্ষে মনির, জসীম, মহিদুল, জুয়েল, কাইয়ুম, দিনার, জনিসহ বেশ কয়েকজন গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষ চলাকালে ছবি ও ভিডিও ধারণ করলে সাংবাদিকদের হুমকি ও বাধা প্রদান করেন জড়িতরা। এ সময় নাগরিক টিভি, এখন টিভিসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদক ও চিত্রগ্রাহককে বাধা দেন তাঁরা। একাধিক গণমাধ্যমকর্মীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ছবি-ভিডিও ডিলিট করা হয়।

জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী বলেন, ঢাকাবাসীর ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি পক্ষ বহিরাগতদের সংগঠিত করে এই হামলা চালিয়েছে।

আরিফুজ্জামান প্রিন্স জানান, আন্দোলনে সক্রিয় না থাকায় ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে গতকাল কয়েকজনকে নগর ভবন থেকে বের করে দেওয়া হয়। এই বিষয়টি তাঁর কানে আসলে তিনি প্রতিবাদ জানানোর জন্য নগর ভবনে যান। তিনি বলেন, ‘আমি নগর ভবনে গেলে অন্য পক্ষ আমাকে দেখে তেড়ে আসে। বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা হামলা চালায়। আমিসহ আমাদের দলের পাঁচজন আহত হয়েছেন।’

উল্লেখ্য, এর আগে গত ২৯ এপ্রিল এই দুই পক্ষের মধ্যে আরও একবার হাতাহাতির ঘটনা ঘটে। সেদিনও উভয় পক্ষের অন্তত পাঁচজনের আহত হওয়ার সংবাদ পাওয়া যায়।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ