হোম > সারা দেশ > ঢাকা

গাজায় ঢাবি শিক্ষার্থী আনাসের পরিবারের ওপর ইসরায়েলি হামলা, প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ বুধবার বেলা ১টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ুয়া ফিলিস্তিনের শিক্ষার্থী আবু আনাস। সম্প্রতি গাজায় ইসরায়েলি বোমা হামলায় তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। এর প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার (৯ জুলাই) বেলা ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমবেত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘ইসরায়েল মুর্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘সাম্রাজ্যবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’, ‘From the river to the sea, Palestine will be free’, ‘Step down IDF’ এসব স্লোগান দিতে থাকে।

মিছিলটি ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে নেতানিয়াহুকে এ যুগের হিটলার আখ্যা দিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের সহপাঠী আনাসের পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আমরা রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।’

আনাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। তাঁর সহপাঠীরা বলেন, ‘দীর্ঘ ১ বছর যাবত গাজায় যে গণহত্যা চলছে তা সম্ভব হয়েছে আরব শাসকদের গাদ্দারি, নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সাথে নিয়মিত আপোস করার কারণে।’

ইসরায়েলি হামলায় নিহত সকল শহীদদের প্রতি প্রার্থনাসূচক মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ব্যবসায় অনুষদ শিক্ষার্থীদের আজকের বিক্ষোভ সমাবেশ।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ