হোম > সারা দেশ > ঢাকা

নৈশপ্রহরীর ছদ্মবেশে মৃত্যুদণ্ডের আসামি, ১৩ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যশোরের কোতোয়ালি থানার মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গোলাম মাওলা (৫৮)। পরিচয় গোপন করে কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর কাজ করছিলেন। র‍্যাব-২-এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী সেনবাগ উপজেলায়।

২০০৯ সালের ১০ জুলাই বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে গোলাম মাওলাসহ তিনজন র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। এই ঘটনায় যশোরের কোতোয়ালি থানায় মামলা করে র‍্যাব।

কারাগারে যাওয়ার কয়েক মাস পর জামিনে মুক্ত হন গোলাম মাওলা। আর আদালতে হাজিরা দেননি। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চট্টগ্রাম, কুমিল্লার বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে চলে যান।

গত বছরের ৮ ফেব্রুয়ারি যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক গোলাম মাওলাসহ অপর দুইজনের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের রায় দেন।

র‍্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আজ কুমিল্লার কোতোয়ালি এলাকা থেকে গোলাম মাওলাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-২-এর সহকারী পরিচালক মো. ফজলুল হক বলেন, গোলাম মাওলা পালিয়ে প্রথমে চট্টগ্রামের বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দিনমজুর, শ্রমিক সেজে কাজ করতেন। দুই বছর ধরে তিনি কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। এভাবে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ