হোম > সারা দেশ > ঢাকা

নৈশপ্রহরীর ছদ্মবেশে মৃত্যুদণ্ডের আসামি, ১৩ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যশোরের কোতোয়ালি থানার মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গোলাম মাওলা (৫৮)। পরিচয় গোপন করে কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর কাজ করছিলেন। র‍্যাব-২-এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী সেনবাগ উপজেলায়।

২০০৯ সালের ১০ জুলাই বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে গোলাম মাওলাসহ তিনজন র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। এই ঘটনায় যশোরের কোতোয়ালি থানায় মামলা করে র‍্যাব।

কারাগারে যাওয়ার কয়েক মাস পর জামিনে মুক্ত হন গোলাম মাওলা। আর আদালতে হাজিরা দেননি। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চট্টগ্রাম, কুমিল্লার বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে চলে যান।

গত বছরের ৮ ফেব্রুয়ারি যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক গোলাম মাওলাসহ অপর দুইজনের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের রায় দেন।

র‍্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আজ কুমিল্লার কোতোয়ালি এলাকা থেকে গোলাম মাওলাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-২-এর সহকারী পরিচালক মো. ফজলুল হক বলেন, গোলাম মাওলা পালিয়ে প্রথমে চট্টগ্রামের বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দিনমজুর, শ্রমিক সেজে কাজ করতেন। দুই বছর ধরে তিনি কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। এভাবে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯