হোম > সারা দেশ > ঢাকা

বিদ্যুতায়িত হয়ে মইয়ে আটকে ছিল এসি মেকানিক, ৯৯৯ কলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি মার্কেটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে মইয়ের সঙ্গে আটকে থাকা মেকানিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ওই মেকানিককে উদ্ধার করে তারা। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

আনোয়ার সাত্তার জানান, মুন্সিগঞ্জের গজারিয়া থানার জামালদি বাসস্ট্যান্ডের জিন্নাত আলী মার্কেট থেকে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে আবু রায়হান নামের এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানান, তাঁদের মার্কেটে এসি সার্ভিসিংয়ের জন্য একজন এসি মেকানিক মই বেয়ে ওপরে উঠেছিলেন। কিন্তু অসাবধানতাবশত চার হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে লেগে অজ্ঞান হয়ে মইয়ে আটকে আছেন। এ অবস্থায় কলার দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। 

৯৯৯ কলটেকার কনস্টেবল শাকিল হোসেন কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে মুন্সিগঞ্জের গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়া অনুরোধ করেন। 

ফায়ার স্টেশনের ৯৯৯ ডিসপ্যাচার ফায়ার ফাইটার মো. হানজালাল সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশন এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন। 

সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতায়িত এসি মেকানিক তানভীরকে (১৮) জীবিত অবস্থায় উদ্ধার করে। তাঁকে নামিয়ে এনে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। 

ফায়ার সার্ভিস দলের নেতৃত্বে থাকা ফায়ার লিডিং অফিসার রিফাত মল্লিক ৯৯৯-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু