আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ধারাভাষ্যকারের তালিকা থেকে ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহারের জন্য আইসিসিতে অভিযোগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
সাকিব আল হাসানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই রুল জারি করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বোর্ড সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া আগামী ১৯ নভেম্বর রুল শুনানির জন্য তারিখ ধার্য করেছেন আদালত। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খান।
আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। এর আগে গতকাল মঙ্গলবার রিটটি দায়ের করেন ওয়ালিউর রহমান।
গত ৬ নভেম্বর বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনে ‘টাইমড আউট’ হন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। বিষয়টি নিয়ে সমালোচনা করেন ধারাভাষ্যকার ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে রিট করেন ওয়ালিউর রহমান।