হোম > সারা দেশ > ঢাকা

সিটি করপোরেশন ও রাজউকের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে: ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিক ও দোকান মালিকেরা দায় এড়াতে পারেন না—এটি সুস্পষ্টভাবে প্রমাণিত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।। তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কোন শ্রেণির কর্মকর্তা–কর্মচারী কোথায় কী অবহেলা করেছেন সেটি জানতে তদন্ত করতে হবে বলে জানান তিনি। 

আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রশ্ন ফাঁস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিবি প্রধান। 

ডিবি প্রধান হারুন বলেন, ‘দুটি সংস্থার কী ধরনের গাফিলতি রয়েছে এসব বিষয়ে তদন্ত চলমান। তদন্তে শেষ হলে পরবর্তীতে এ ঘটনাটি নিয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।’ 

হারুন আরও বলেন, ‘পুরান ঢাকায় ৫০ ভাগের বেশি ভবন রয়েছে যেসব ভবনের মালিকদের বৈধ কোনো কাগজ নেই। বিল্ডিং কোড অনুযায়ী যেভাবে ভবন নির্মাণ করা দরকার সেভাবে তাঁরা করেননি। এ বিষয়টি যাদের দেখভাল করার দরকার তাঁরা যদি না দেখেন, আমরা তো সহযোগী সংস্থা, আমরা সহযোগিতা করব। আমাদের বললে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’ 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্দিক বাজারে বিস্ফোরণে দুটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অর্ধশতাধিক।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু