হোম > সারা দেশ > ঢাকা

সিটি করপোরেশন ও রাজউকের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে: ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিক ও দোকান মালিকেরা দায় এড়াতে পারেন না—এটি সুস্পষ্টভাবে প্রমাণিত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।। তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কোন শ্রেণির কর্মকর্তা–কর্মচারী কোথায় কী অবহেলা করেছেন সেটি জানতে তদন্ত করতে হবে বলে জানান তিনি। 

আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রশ্ন ফাঁস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিবি প্রধান। 

ডিবি প্রধান হারুন বলেন, ‘দুটি সংস্থার কী ধরনের গাফিলতি রয়েছে এসব বিষয়ে তদন্ত চলমান। তদন্তে শেষ হলে পরবর্তীতে এ ঘটনাটি নিয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।’ 

হারুন আরও বলেন, ‘পুরান ঢাকায় ৫০ ভাগের বেশি ভবন রয়েছে যেসব ভবনের মালিকদের বৈধ কোনো কাগজ নেই। বিল্ডিং কোড অনুযায়ী যেভাবে ভবন নির্মাণ করা দরকার সেভাবে তাঁরা করেননি। এ বিষয়টি যাদের দেখভাল করার দরকার তাঁরা যদি না দেখেন, আমরা তো সহযোগী সংস্থা, আমরা সহযোগিতা করব। আমাদের বললে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’ 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্দিক বাজারে বিস্ফোরণে দুটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অর্ধশতাধিক।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫