ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মামুনুর রশিদ (৫৭) নামের এক কয়েদি মারা গেছে। তিনি নোয়াখালীর জেলার বেগমগঞ্জ উপজেলার হত্যা মামলার আসামি ছিলেন। আজ বুধবার ভোর ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. ফয়সাল জানান, মৃতের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। তাঁর বাবার নাম জয়নাল আবেদীন। বেগমগঞ্জ থানার হত্যা মামলার ছিলেন। যাবজ্জীবন সাজা হয়েছিল তার। যার কয়েদি নম্বর-১০০৯ /এ।
তিনি বলেন, গত জুলাই মাসে চিকিৎসার জন্য নোয়াখালী থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় মামুনুর রশিদকে। ঢামেক হাসপাতালেই চিকিৎসা চলছিল তাঁর। আজ ভোরে তাঁর অবস্থার অবনতি হলে কারা চিকিৎসকের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।