হোম > সারা দেশ > ঢাকা

কোভিড প্রকল্পের চাকরি স্থায়ী করার দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে তালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি স্থায়ীকরণের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের গেটে তালা দিয়েছেন কোভিড-১৯ প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা। ছবি: সংগৃহীত

চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন কোভিড-১৯ প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য অধিদপ্তরের সব গেটে তালা লাগিয়ে দেন। এতে অধিদপ্তরের কর্মকর্তারা ভবনে অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে জানা গেছে। বিক্ষুব্ধরা গত রোববার থেকে অধিদপ্তরের সামনে কর্মসূচি পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ৩টার দিকে আন্দোলনরত কয়েক শ স্বাস্থ্যকর্মী অধিদপ্তরের গেটে তালা লাগিয়ে দেন।

আন্দোলনরত স্বাস্থ্যকর্মী জানান, গত রোববার থেকে তাঁরা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন। গতকাল সোমবার থেকে অনশন শুরু করেছেন। কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে আজ মঙ্গলবার গেটে তালা দেওয়া হয়েছে।

২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যসেবা, বিশেষ করে কোভিড পরীক্ষার জন্য ৩৯৩ জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দিয়েছিল সরকার। কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের অধীনে তাঁদের নিয়োগ দেওয়া হয়। পরে তাঁদের ইআরপিপি প্রকল্পের অধীনে স্থানান্তর করা হয়। একই সঙ্গে মেডিকেল অফিসার, নার্স, টেকনোলজিস্টসহ আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়। এতে মোট কর্মীর সংখ্যা ১ হাজার ১৫৪ জনে উন্নীত হয়। বর্তমানে প্রকল্পের অধীনে কাজ করছেন ১ হাজার ৪ জন।

প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হলেও স্বাস্থ্য অধিদপ্তরের মৌখিক আশ্বাসে কর্মীরা জানুয়ারি থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। প্রকল্প ছয় মাস বাড়ানো হবে এবং অর্গানোগ্রাম (ওপি) করে তাঁদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে, এমনটি বলা হলেও কোনো অগ্রগতি হয়নি বলে দাবি আন্দোলনকারীদের।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার