হোম > সারা দেশ > ঢাকা

কোভিড প্রকল্পের চাকরি স্থায়ী করার দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে তালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি স্থায়ীকরণের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের গেটে তালা দিয়েছেন কোভিড-১৯ প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা। ছবি: সংগৃহীত

চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন কোভিড-১৯ প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য অধিদপ্তরের সব গেটে তালা লাগিয়ে দেন। এতে অধিদপ্তরের কর্মকর্তারা ভবনে অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে জানা গেছে। বিক্ষুব্ধরা গত রোববার থেকে অধিদপ্তরের সামনে কর্মসূচি পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ৩টার দিকে আন্দোলনরত কয়েক শ স্বাস্থ্যকর্মী অধিদপ্তরের গেটে তালা লাগিয়ে দেন।

আন্দোলনরত স্বাস্থ্যকর্মী জানান, গত রোববার থেকে তাঁরা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন। গতকাল সোমবার থেকে অনশন শুরু করেছেন। কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে আজ মঙ্গলবার গেটে তালা দেওয়া হয়েছে।

২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যসেবা, বিশেষ করে কোভিড পরীক্ষার জন্য ৩৯৩ জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দিয়েছিল সরকার। কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের অধীনে তাঁদের নিয়োগ দেওয়া হয়। পরে তাঁদের ইআরপিপি প্রকল্পের অধীনে স্থানান্তর করা হয়। একই সঙ্গে মেডিকেল অফিসার, নার্স, টেকনোলজিস্টসহ আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়। এতে মোট কর্মীর সংখ্যা ১ হাজার ১৫৪ জনে উন্নীত হয়। বর্তমানে প্রকল্পের অধীনে কাজ করছেন ১ হাজার ৪ জন।

প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হলেও স্বাস্থ্য অধিদপ্তরের মৌখিক আশ্বাসে কর্মীরা জানুয়ারি থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। প্রকল্প ছয় মাস বাড়ানো হবে এবং অর্গানোগ্রাম (ওপি) করে তাঁদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে, এমনটি বলা হলেও কোনো অগ্রগতি হয়নি বলে দাবি আন্দোলনকারীদের।

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি