হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে নারীর গলাকাটা লাশ উদ্ধার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চৌধুরী হাটের একটি পরিত্যক্ত ভবন থেকে কোটালীপাড়া থানার পুলিশ ষাটোর্ধ্ব ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার করে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই নারী গত চার বছর ধরে চৌধুরী হাটের এই পরিত্যক্ত ভবনে বসবাস করে আসছেন। মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন ওই নারী। তাই তাঁর পরিচয় কেউ জানত না।

কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘হত্যার শিকার ওই নারী গত চার বছর ধরে চৌধুরীর হাটে বসবাস করে আসছেন বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে কী কারণে এই নারীকে হত্যা করা হয়েছে তা আমরা এখনো উদ্‌ঘাটন করতে পারিনি। তবে খুব শিগগিরই এই হত্যার কারণ উদ্‌ঘাটন করতে পারব বলে আমরা আশাবাদী।’

উদ্ধারকৃত ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলেন জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে