হোম > সারা দেশ > ঢাকা

খামার ও খুচরা পর্যায়ে তরল দুধের ন্যায্যমূল্য নির্ধারণসহ ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খামার ও খুচরা পর্যায়ে তরল দুধের ন্যায্যমূল্য নির্ধারণ ও বাজারজাতকরণ নিশ্চিতের দাবিসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন। আজ রোববার বিকেলে রাজধানীর প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছে সংগঠনটি। 

বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন দাবিগুলো জানিয়ে বলেন, ‘সয়াবিন মিল রপ্তানি বন্ধ করতে হবে। হিমায়িত মহিষের মাংস আমদানি বন্ধ করতে হবে, পশুখাদ্যের মূল্য নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে টিসিবির মাধ্যমে পশুখাদ্য পৌঁছে দিতে হবে। পশুখাদ্য ব্যবসায়িক সিন্ডিকেট বন্ধ করে কঠোর নজরদারির আওতায় আনতে হবে। বাল্ক ফিড মিল্ক নামে নিম্ন মানের গুঁড়া দুধ আমদানি বন্ধ করতে হবে। দুগ্ধ ও মাংস খামারের বিদ্যুৎ বিল বাণিজ্যিক আওতা থেকে কৃষি আওতায় আনতে হবে।’ 

মোহাম্মদ ইমরান হোসেন আরও বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয় যে বারবার একই দাবিগুলো নিয়ে আমরা চার, পাঁচ বছর ধরে আন্দোলন চালিয়ে গেলেও আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময়ে আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হলেও মন্ত্রণালয় কর্মকর্তাদের বদলি ও অবসর গ্রহণের কারণে দাবি বাস্তবায়নে তেমন কোন কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। বরং দাবিগুলো বাস্তবায়নে নিশ্চলতা ও স্থবিরতা দেখা যাচ্ছে।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ এমরান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজিব উল্লাহ, আলী আজম রহমান শিবলী, অর্থ সম্পাদক জাফর আহমেদ পাটোয়ারিসহ বিভিন্ন খামারিবৃন্দ।

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২