হোম > সারা দেশ > ঢাকা

জি কে শামীমের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি জি কে শামীম করোনায় আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। তার করোনা আক্রান্তের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি ওয়ার্ড ও কারা হাসপাতালের একটি ওয়ার্ড লকডাউন ঘোষণা করেছে কারা কর্তৃপক্ষ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কারাগারে থাকা জি কে শামীমের কিছুদিন ধরে হালকা জ্বর ছিলো। পরে তাঁকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিলো। বুকের ব্যাথা ও শ্বাসকষ্ট হওয়ায় তাঁর ইসিজি করা হয়। ইসিজি রিপোর্টও কিছুটা খারাপ ছিলো। এরপর শনিবার তাঁকে বিএসএমএমইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করলে রোববার করোনা পজিটিভ আসে। বিএসএমএমইউ এর করোনা ইউনিটে এখন জিকে শামীম চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, জি কে শামীম করোনা পজিটিভ হওয়ার পর কারাগারের একটি ওয়ার্ড লকডাউন করে দেওয়া হয়। এছাড়া কারা হাসপাতালের একটি ওয়ার্ড লকডাউন করে দেওয়া হয়েছে।

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বিদেশি মদ ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ জি কে শামীমকে ঢাকার নিকেতনের বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র‍্যাব)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল