হোম > সারা দেশ > ঢাকা

জি কে শামীমের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি জি কে শামীম করোনায় আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। তার করোনা আক্রান্তের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি ওয়ার্ড ও কারা হাসপাতালের একটি ওয়ার্ড লকডাউন ঘোষণা করেছে কারা কর্তৃপক্ষ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কারাগারে থাকা জি কে শামীমের কিছুদিন ধরে হালকা জ্বর ছিলো। পরে তাঁকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিলো। বুকের ব্যাথা ও শ্বাসকষ্ট হওয়ায় তাঁর ইসিজি করা হয়। ইসিজি রিপোর্টও কিছুটা খারাপ ছিলো। এরপর শনিবার তাঁকে বিএসএমএমইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করলে রোববার করোনা পজিটিভ আসে। বিএসএমএমইউ এর করোনা ইউনিটে এখন জিকে শামীম চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, জি কে শামীম করোনা পজিটিভ হওয়ার পর কারাগারের একটি ওয়ার্ড লকডাউন করে দেওয়া হয়। এছাড়া কারা হাসপাতালের একটি ওয়ার্ড লকডাউন করে দেওয়া হয়েছে।

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বিদেশি মদ ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ জি কে শামীমকে ঢাকার নিকেতনের বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র‍্যাব)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু