হোম > সারা দেশ > ঢাকা

অবশেষে পরিবার ফিরে পেল অঞ্জনা, নির্যাতনকারী গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সাত বছর ধরে আটকে রাখা ও নির্যাতনের অভিযোগে উদ্ধার হওয়া গৃহকর্মী অঞ্জনা আক্তারের পরিবারের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল বুধবার ভোর ৫টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলে অঞ্জনাকে উদ্ধার করে পুলিশ। 

সাত বছর আগে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া অঞ্জনার দেওয়া ঠিকানা খোঁজা শুরু করে ৷ পরে ভাটারা থানায় থাকা একই এলাকার এক পুলিশ সদস্যের সহায়তায় পরিবারের সন্ধান পাওয়া যায়। এরপর অঞ্জনার ভাইয়ের স্ত্রী বাদী হয়ে নির্যাতনকারী গৃহকর্ত্রী শর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, উদ্ধার হওয়া গৃহকর্মী অঞ্জনার পরিবারের সন্ধান পাওয়া গেছে। তার বাড়ি সুনামগঞ্জের সালনা এলাকায়। তবে গ্রামে কেউ থাকে না। তার বাবা আগেই মারা গেছেন। মা অন্যত্র বিয়ে করেছেন। তারা চার ভাই বোন। তার ভাই সুজাত পরিবার নিয়ে ঢাকার মোহাম্মদপুরে থাকে। তাঁর সঙ্গে যোগাযোগ করে অঞ্জনার বিষয়টি জানানো হয়। পরে তাঁরা এসে অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা করেছেন।

ওসি আসাদুজ্জামান আরও বলেন, মেয়েটিকে উদ্ধারের পরে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন পরিবারের হাতে হস্তান্তরের জন্য আদালতে পাঠানো হয়েছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা