নারায়ণগঞ্জের ফতুল্লার লালখাঁ এলাকার একটি পাঁচ তলা ভবনের নিচ তলার ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে মায়া রানী নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও বিস্ফোরণের ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার সকালে লালখাঁ মোড়ে মোক্তার মিয়ার ভবনে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আশপাশের ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সকালে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। ধারণা করা হচ্ছে সকালে কেউ রান্না করার জন্য চুলা জ্বালালে রুমের ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তদন্তের পর আরও বিস্তারিত বলা যাবে।