হোম > সারা দেশ > ঢাকা

অটোরিকশায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, চালক গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা মাতভূঁইয়া ইউনিয়নে ৬ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অটোরিকশাচালক রবিউল হককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাঁকে ওই ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, অটোরিকশাচালক রবিউল নির্যাতিত ওই ছাত্রীকে ভাড়ার মাধ্যমে প্রায়ই মাদ্রাসা থেকে আনা নেওয়া করত। গতকাল শনিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি নেওয়ার পথে নির্জন স্থানে রিকশা থামিয়ে শিশুকে যৌন নিপীড়ন করে। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে দ্রুত বাড়ির দরজায় নামিয়ে রিকশাচালক রবিউল পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটির মা তাকে গোসল করাতে নিলে শিশুটির শরীরে ব্যথা অনুভব করলে মায়ের জিজ্ঞাসায় সে ঘটনাটি খুলে বলে।

এ বিষয়ে দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান ইমাম জানান, ‘মামলার পরবর্তী সময়ে আমরা আসামিকে দ্রুত গ্রেপ্তার করি। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত