হোম > সারা দেশ > ঢাকা

অটোরিকশায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, চালক গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা মাতভূঁইয়া ইউনিয়নে ৬ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অটোরিকশাচালক রবিউল হককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাঁকে ওই ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, অটোরিকশাচালক রবিউল নির্যাতিত ওই ছাত্রীকে ভাড়ার মাধ্যমে প্রায়ই মাদ্রাসা থেকে আনা নেওয়া করত। গতকাল শনিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি নেওয়ার পথে নির্জন স্থানে রিকশা থামিয়ে শিশুকে যৌন নিপীড়ন করে। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে দ্রুত বাড়ির দরজায় নামিয়ে রিকশাচালক রবিউল পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটির মা তাকে গোসল করাতে নিলে শিশুটির শরীরে ব্যথা অনুভব করলে মায়ের জিজ্ঞাসায় সে ঘটনাটি খুলে বলে।

এ বিষয়ে দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান ইমাম জানান, ‘মামলার পরবর্তী সময়ে আমরা আসামিকে দ্রুত গ্রেপ্তার করি। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু