হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শেখ হাসিনা দেশের একটা লক্ষ্মী: মমতাজ বেগম

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘শেখ হাসিনা আমাদের দেশের একটা লক্ষ্মী। শেখ হাসিনা এমন একজন প্রধানমন্ত্রী তিনি এ দেশের দায়িত্ব নেওয়ার পরে দেশ উন্নয়নের মাধ্যমে ওপরে দিকে যাচ্ছে। ১৫ বছরে দেশে যে কাজ হয়েছে বিগত ৩০ বছরের সে কাজ হয়নি।’

আজ মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসের চর লাঙ্গুলিয়া গ্রামের মালেক পীর সাহেবের বাড়িতে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের উন্নয়নের অগ্রগতি বিষয়ে মমতাজ বেগম বলেন, ‘গত ১৫ বছরের মতো দেশে যদি উন্নয়ন হতো, আজ কাজ করার জায়গা পেতাম না। বিগত দিনে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে কি কাজ করেছেন তা বুঝে আসে না।’

মমতাজ বেগম বলেন, ‘আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনার সঙ্গে থাকুন, নৌকা মার্কার সঙ্গে থাকুন।’

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু