হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে পায়ুপথে বাতাস দিয়ে চার বছরের শিশুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ১১ নম্বরে আবু বক্কর নামের এক শিশুর (৪) পায়ুপথ দিয়ে বাতাস প্রবেশ করানোর পর অচেতন হয়ে পড়ে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর বাউনিয়াবাদ এলাকার একটি মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে।

আজ বুধবার সংঘবদ্ধভাবে শিশু হত্যার অভিযোগে পল্লবী থানায় মামলা হয়। এ ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, গতকাল মিরপুর বাউনিয়াবাদ এলাকায় একটি মোটর গ্যারেজে আবু বক্কর নামের এক শিশু নিহত হয়। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়, শিশুটির পায়ুপথে বাতাস ঢোকানো হয়েছে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। হত্যার অভিযোগে শিশুটির মা আজ পল্লবী থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। আরও তিনজন পলাতক রয়েছে।

নজরুল ইসলাম জানান, ঘটনার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত করে বোঝার চেষ্টা চলছে, কেন শিশুটির পায়ুপথে বাতাস ঢুকিয়েছিল।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত একজন অজ্ঞাতনামাসহ চারজনের বিরুদ্ধে পল্লবী থানায় হত্যা মামলা করেছেন শিশুটির মা আয়শা। আসামিরা হলেন রাজু (২০), মো. সুজন খান (৩৬), এক কিশোরসহ অজ্ঞাতনামা আরেকজন।

জানা যায়, নিহত শিশু আবু বক্কর সিদ্দিক (৪) জাবেদ আলী ও মোছা. আয়শার দুই সন্তানের মধ্যে ছোট। সে ফুলকলি-৭ নামের একটি এনজিও স্কুলে শিশু শ্রেণিতে পড়ত। বাবা বাসচালক ও মা পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। মনোমালিন্য থাকায় শিশুটির মা-বাবা বাউনিয়াবাদে আলাদা বসবাস করেন। শিশু দুটি মায়ের সঙ্গে থাকত। প্রায় এক বছর আগে ‘আলহামদুলিল্লাহ বাইক সার্ভিস সেন্টার’ নামে একটি গ্যারেজে কাজে ঢোকে আবু বক্করের বড় ভাই মো. জিহাদ (১২)।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে