হোম > সারা দেশ > ঢাকা

পোস্তগোলা ব্রিজে বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইফুল ইসলাম জুয়েল (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

জানা যায়, নিহত জুয়েল মাগুরা সদর উপজেলার আজমপুর গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে। তিনি মিরপুর ১ নম্বর সেকশন এলাকায় থাকতেন। 

এ বিষয়ে নিহত জুয়েলের ছোট ভাই সাজ্জাদ হোসেন মোল্লা বলেন, ‘বড় ভাই জুয়েল মিরপুর এলাকায় থাকতেন। সেখানে ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসা করতেন। তাঁর স্ত্রী কানিজ ফাতেমা ও দুই মেয়ে গ্রামের বাড়িতে থাকেন। আজ সকালে আমি স্ত্রীকে সঙ্গে নিয়ে মাগুরা থেকে রূপগঞ্জে শ্বশুরবাড়িতে ফিরছিলাম। বাড়ি থেকে বড় ভাই জুয়েলের জন্য কিছু খাবার নিয়ে আসি। সেই খাবার নেওয়ার জন্য তিনি পোস্তগোলা ব্রিজের ঢালে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস ভাইকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট