হোম > সারা দেশ > ঢাকা

আইটি বিশেষজ্ঞ ছদ্মবেশে চালাতেন জঙ্গি কার্যক্রম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তার জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শাহাজাহানপুর থানার ফুলতলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দল” এর সক্রিয় সদস্য ও জেলা নায়ককে গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার বিকেল এমন তথ্য জানিয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) র মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) মো. আসলাম খান। 

গ্রেপ্তারকৃতের নাম-মো. আবু ইউসুফ (২৯), পিতা-মো. ইউনুস আলী সরদার। গতকাল মঙ্গলবার গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি টাচ মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন ও চারটি সীম কার্ড জব্দ করা হয়। 

এসপি আসলাম খান জানান, গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তার জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শাহাজাহানপুর থানার ফুলতলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দল” এর সক্রিয় সদস্য ও জেলা নায়ককে গ্রেপ্তার করা হয়েছে। 

আসলাম খান আরো জানান, গত ১৫ ফেব্রুয়ারি বগুড়ার সদরের নিশিন্দারা পাইকপাড়া থেকে এই সংগঠনের সদস্য সাহাবুদ্দিন সাবু, আসামাউল হোসনা, আব্দুর রাজ্জাককে গ্রেপ্তারের পর ইউসুফের তথ্য পাওয়া যায়। 

গ্রেপ্তার ইউসুফ এটিইউকে জানিয়েছে, একটি বেসরকারী উন্নয়ন সংস্থায় আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করত। সে আইটি বিষয়ে দক্ষতা কাজে লাগিয়ে সাংগঠনিক কার্যক্রম, দাওয়াত ও যোগাযোগ রক্ষণের দায়িত্ব পালন করত। এছাড়া প্রতি মাসে আর্থিক সহায়তা দিত। 

আল্লাহর দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা স্বীকার করে আরো জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শের অনুসারী। 

আবু ইউসুফকে বগুড়া সদর থানার দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনে মামলায় (নং-৭০) গ্রেপ্তার দেখিয়ে সোপর্দ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন